Friday, March 29, 2024
বাড়িরাজ্যযুব সংবাদ ভারত @2047 -এর আয়োজন

যুব সংবাদ ভারত @2047 -এর আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি :  শুক্রবার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে যুব সংবাদ ভারত @2047 অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় ও নেহেরু যুব কেন্দ্র সংগঠন – ত্রিপুরা যৌথ উদ্যোগে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। রাষ্ট্র নির্মাণের কথা সামনে এলে দেশের যুবদের দিকে সকলের নজর যায়। যুব মানেই দেশ, শক্তি, চিন্তা ভাবনা, স্বপ্ন, লক্ষ্য, দেশের ভবিষ্যৎ, সূর্য।

আর এই সূর্য নিজে জ্বলে আলোকিত করে। সেই ভূমিকা পালন করছে যুবরা। এদিনের যুব সংবাদ ভারত @2047-র সূচনা করে এই কথা বলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জি-২০ আয়োজক ভারত। এটা গর্বের বিষয় বলে জানান তিনি। বিকশিত ভারত, পরাধীনতার মানসিকতা থেকে মুক্তি, ঐতিহ্য উপর গর্ব করা, একতা যে কোন মূল্যে বজায় রাখা এবং কেবল দাবী আদায়ের লক্ষ্যে চললেই হবে না- প্রত্যেককে তাঁর দায়িত্ব সঠিক ভাবে প্রতিপালন করতে হবে। এই পাঁচটি বিষয়ের উপর যুবদের দৃষ্টি আকর্ষণ করেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তবেই সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন তিনি। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী সুশান্ত চৌধুরী, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার সহ অন্যান্যরা। তবে এদিনের অনুষ্ঠানের পর গুঞ্জন উঠেছে যুবকদের হাতে ভাজপা এবার ভোটের আগে নয়া কৌশল শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য