Saturday, January 25, 2025
বাড়িরাজ্যদলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পরেও বামেদের মিছিল

দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পরেও বামেদের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি :  সন্ত্রাস যেন গ্রাস করেছে রাজ্যে। পিছিয়ে নেই উদয়পুর মহকুমা। নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম যখন রাজ্যে বর্তমান পরিস্থিতি সহ নির্বাচনের সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে অবস্থান করছেন সেই সময়েও সন্ত্রাস থেকে দূরে থাকতে পারেনি গেরুয়া বাহিনীর দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সংঘটিত হয় উদয়পুর মাতাবাড়ি স্থিত সি পি আই এম -এর দলীয় অফিস।

দলীয় সূত্রে অভিযোগ শাসকদল বিজেপি পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ের মধ্যে অগ্নিসংযোগ করেছে। এ বিষয়ে কর্মীরা আরো জানান, বৃহস্পতিবার মাতাবাড়িতে সি পি আই এম -এর এক মিছিল সংঘটিত হবে বলে ঘোষণা করা হয়েছিল। সে মোতাবেক সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল এলাকায়। তাই শাসকদের দুর্বৃত্তরা এই ঘটনাটি সংগঠিত করেছে বলে অভিযোগ স্থানীয় সিপিআইএম কর্মীদের। এ বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, বুধবার রাতে মাতাবাড়ি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তারা অবগত নয়। যদি এধরনের নাশকতামূলক ঘটনা সংঘটিত হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে এ ধরনের ঘটনা সংঘটিত না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে এক মিছিল সংঘটিত হয়। মিছিলে শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে কামান দাগেন কর্মীরা। মিছিলে এদিন নেতৃত্ব দেন বাম বিধায়ক রতন ভৌমিক। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য