স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রাজধানীর জয় নগর স্থিত উপেন্দ্র বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপেন্দ্র বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে এই র্যাজলি শুরু হয়।
শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যামলির অগ্রভাগে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপেন্দ্র বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে এই পদযাত্রা আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না।