স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : দুদিন রাজ্য সফরে এসেছেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ছাড়া এদিন আসেন দুই নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে, অরুন গোয়েল।
বৃহস্পতিবার উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দেন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা এবং রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার কিরণ গিত্তে। পাশাপাশি নির্বাচনের উপরে একটি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। নতুন ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়। রাজ্যের বিধানসভা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ , ভয়মুক্ত পরিবেশের মাধ্যমে সংগঠিত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। দেশের মধ্যে প্রথমবার বিধানসভা ভোটকে কেন্দ্র করে গ্রহণ করা হয়েছে মিশন জোর পোল ভায়োলেন্স।