Sunday, January 19, 2025
বাড়িরাজ্যসাফল্যের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী

সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : বর্তমান সরকার প্রতিষ্ঠার পর সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিপূরক পুষ্টি কর্মসূচির অঙ্গ হিসাবে প্রতি সপ্তাহে দুইটি ডিম, সুজির নোনতা হালুয়া, চিড়ার পোলাও, ছোলার সাথে মুড়ি এবং খিচুড়ি প্রদান করা হয়। মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য বিশেষ খাবার হিসাবে প্রতি সপ্তাহে ছয়টি ডিম, প্রতিদিন ২০ গ্রাম গুড়, এবং সপ্তাহের ছয় দিন ২০০ মিলি লিটার করে দুধ প্রদান করা হয়। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর মুখ্যমন্ত্রী মাত্রু পুষ্টি উপহার নামে গর্ভবতী মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে।

এই প্রকল্পের সুবিধাভোগীরা চার কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ২০০০ টাকা করে পেয়ে থাকেন।বর্তমান সরকার প্রতিষ্ঠার পর প্রতিশ্রুতি মোতাবেক সামাজিক ভাতা বৃদ্ধি করে ২ হাজার টাকা করা হয়েছে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প নামে আরো একটি ভাতা প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে নতুন করে ৩০ হাজার সুবিধাভোগীকে ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়াও বর্তমান সরকার প্রতিষ্ঠার পর মুখ্যমন্ত্রী অন্তোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনা এবং জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের জন্য সান্মানিক ভাতা চালু করা হয়েছে। দিব্যাঙ্গজনদের উন্নত পরিষেবা দিতে শিক্ষক-শিক্ষিকাদের সাংকেতিক ভাষায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন ৭৩ জন শিক্ষককে সাংকেতিক ভাষার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইটি দপ্তরের সহায়তায় সমস্ত সরকারি ওয়েবসাইটকে দিব্যাঙ্গজনদের ব্যবহারযোগ্য করা হয়েছে। নির্দিষ্ট প্রতিবন্ধকতা যুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। বিশেষ প্রতিবন্ধকতা যুক্ত পাঁচ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে এই পুরস্কার স্বরূপ আর্থিক সহায়তা দেওয়া হবে। এই নতুন প্রকল্পে মাধ্যমিক স্তরে শীর্ষস্থান অধিকারী পাঁচজন ছাত্রছাত্রীকে ২৪ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক স্তরের পাঁচজন মেধাবী ছাত্র-ছাত্রীকে ৫৪ হাজার টাকা করে দেওয়া হবে।  বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মন্ত্রী সান্তনা চাকমা। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সান্তনা চাকমা আরও জানান বিগত সরকারের সময় আগরতলাতে শুধুমাত্র একটি ওয়ান স্টপ সেন্টার ছিল। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর আগরতলাতে ওয়ান স্টপ সেন্টারের নতুন বিল্ডিং উদ্বোধন করা হয়েছে। একই সাথে রাজ্যের প্রতিটি জেলাতে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে এই ওয়ান স্টপ সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য