স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে অন্তিম মন্ত্রিসভায় ১০,৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা প্রত্যাশী ছিলেন হয়তো মন্ত্রী সভার বৈঠকে তাদের নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
কিন্তু বুধবার শিক্ষা দপ্তরের অবর সচিব একটি বিবৃতি জারি করে জানান, হাইকোর্ট কর্তৃক গৃহীত ২০১৪ সালে ৫ মে -এর রায় এবং আদেশের ফলে বরখাস্ত হওয়া শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারকে সুপারিশ প্রদানের জন্য রাজ্য সরকার একটি উপদেষ্টা কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি ইতিবাচক ভাবে আগামী ৩১ মার্চ বা তার আগে রাজ্য সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে। কমিটির মধ্যে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এ বি পাল, আইনজীবী চন্দ্রশেখর সিনহা এবং প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন। যার ফলে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আশায় আবারো কাটা হয়ে দাঁড়ালো এই সিদ্ধান্ত। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সিদ্ধান্ত অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছে অভিজ্ঞ মহল। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়েও এভাবে কমিটি গঠন করেন। পরবর্তী সময় কোন কিছু জানানো হয়নি বলে ১০,৩২৩ পক্ষ থেকে রীতিমতো অভিযোগ ছিল।