Thursday, April 25, 2024
বাড়িরাজ্যস্বচ্ছতা উদ্যমী যোজনার কর্মশালা

স্বচ্ছতা উদ্যমী যোজনার কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : বুধবার স্বচ্ছতা উদ্যমী যোজনার উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজধানীর সিটি সেন্টারস্থিত আগরতলা পুর নিগমের কার্যালয়ের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় সাফাই কর্মচারী বিত্ত বিকাশ নিগমের সহযোগিতায় আগরতলা পুর নিগমের উদ্যোগে   কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেস কুমার যাদব সহ অন্যান্যরা।

 মূলত আগরতলা পুর নিগমের সকল কাউন্সিলার ও পুর নিগমের কর্মীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন সাফাই কর্মী ও তাদের পরিবারকে সুরক্ষিত রাখা জাতীয় সাফাই কর্মচারী বিত্ত বিকাশ নিগমের মূল উদ্দেশ্য। আগে হাত দিয়ে ময়লা পরিষ্কার করা হত। বর্তমানে সমগ্র দেশে হাত দিয়ে ময়লা পরিষ্কার করা বন্ধ করা হয়েছে। বিভিন্ন সময় সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হয়েছে। জাতীয় সাফাই কর্মচারী বিত্ত বিকাশ নিগমের উদ্যোগে সাফাই কর্মীদের আধুনিক প্রশিক্ষণের মধ্যমে স্বরোজগারি করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য