আগরতলা, ১১ জানুয়ারি (হি.স.) : রাজধর্ম পালন করার পাশাপাশি আজ চিকিৎসক হিসেবে মানুষকে সেবা করার মহৎ ধর্ম অত্যন্ত দক্ষতার সাথে পালন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। দন্ত বিশেষজ্ঞ হিসেবে আজ তিনি একটি বাচ্চার দাঁতের অস্ত্রোপচার করেছেন। রোগী বর্তমানে সুস্থ আছে এবং আগামীকাল হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
আজ হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ বছরের এক বাচ্চার দাঁতের অস্ত্রোপচার করেছেন মুখ্যমন্ত্রী। আগরতলা নিবাসী বিজেপি কার্যকর্তা সুকান্ত ঘোষের পুত্রসন্তান অকসিত ঘোষের দাঁতের অস্ত্রোপচার করেছেন তিনি। এ-বিষয়ে সুকান্তবাবু জানিয়েছেন, তাঁর ছোট ছেলের দাঁতের মাড়িতে সিস্ট হয়েছিল। ফলে, চিকিৎসক অস্ত্রোপচারের সাথে দুটি দাঁত তুলে ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই ভীষণ চিন্তায় পড়েছিলাম। বিষয়টি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছিলাম এবং তিনি নিজে অস্ত্রোপচার করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। সুকান্তবাবু বলেন, ভীষণ ব্যস্ততা সত্ত্বেও আজ সকালে মুখ্যমন্ত্রী অস্ত্রোপচারের জন্য হাসপাতালে যান এবং অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে দেখান। ছেলের অস্ত্রোপচারের জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এদিন অস্ত্রোপচার সেরে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, অতীতে অনেক এমন অস্ত্রোপচার করেছি। আজ মুখ্যমন্ত্রী হয়েছি ঠিকই, কিন্তু অনুভূতি ঠিক আগের মতোই রয়েছে। তিনি বলেন, আজ আমাকে হাসপাতালে দেখে সকলেই ভীষণ আপ্লুত হয়েছেন। জনৈক চিকিৎসক বন্ধু বলেছেন, আগের মতোই কাজ করতে সক্ষম আমি। কারণ, অস্ত্রোপচারের সময় একবারের জন্যও হাত কাঁপেনি আমার। মুখ্যমন্ত্রী বলেন, ব্যস্ততা ভীষণ, তবুও আজ সকাল ৯-টায় অস্ত্রোপচারের জন্য পৌঁছে গিয়েছিলাম। এর পরই পোশাক পরে সোজা চলে যান অপারেশন থিয়েটারে। অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে। রোগী সুস্থ রয়েছে এবং আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।