Monday, January 13, 2025
বাড়িরাজ্যআবারো বিরোধীদের প্রচার সজ্জা নষ্ট

আবারো বিরোধীদের প্রচার সজ্জা নষ্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি :  উপমুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে অব্যাহত রাজনৈতিক সন্ত্রাস। বিরোধীদের কোন ঠাসা করতে মরিয়া শাসক দল বিজেপি। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে

চড়িলাম উত্তরমুড়ায় সিপিআইএমের প্রচার সজ্জা নষ্ট করে দেয় শাসক দলের দুর্বৃত্তরা। সিপিআইএম কর্মীরা জানায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে চড়িলাম সি পি আই এম অঞ্চল কমিটির উদ্যোগে উত্তর মুড়া এলাকায় দলীয় পতাকা লাগানো হয়েছিল।

 সোমবার রাতে চড়িলাম মন্ডলে উদ্যোগে শাসক দল বিজেপি’র জন বিশ্বাস যাত্রাকে সামনে রেখে উত্তরমুড়া এলাকা দিয়ে মিছিল করে যাওয়ার পথে সিপিএমের সমস্ত দলীয় পতাকা ছিঁড়ে নদী, নর্দমায়, জমিতে ফেলে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে এলাকার সিপিআইএম নেতা আবু তাহের সহ কর্মীরা বিষয়টি প্রত্যক্ষ করে। এ ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে চড়িলাম উত্তরমুড়া এলাকায় ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দাবি জানায়। তবে এলাকায় যে তীব্র সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি হয়ে আছে তা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে সকলে। তবে পরিস্থিতি যে ক্রমশ প্রশাসনিক গাফিলতিতে অবনতি হচ্ছে তা বারংবার প্রকাশ্যে উঠে আসছে। গণতান্ত্রিকভাবে বিরোধীরা এলাকায় কতটা অস্তিত্বের জানান দিতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দাবি উঠছে প্রশাসনিক কঠোর ব্যবস্থার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য