স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : শনিবার মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের দীপ্ত মিছিল সংগঠিত হয়। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকার হঠাতে পুরোদমে মাঠে নেমেছে কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবন থেকে প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহার নেতৃত্বে ত্রিপুরা বাঁচাও পদযাত্রা সংগঠিত হয় কংগ্রেসের। মিছিলের অগ্রভাগে আশীষ কুমার সাহা সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।
আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ত্রিপুরা বাঁচাও যাত্রার মাধ্যমে রাজ্যে বিজেপি শাসিত অগনতান্ত্রিক, অনৈতিক এবং অসংবিধানিক কাজকর্মের বিরুদ্ধে, জনগণকে সতর্ক করতে এবং আগামী দিনে পরিবর্তন নিশ্চিত করতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে এদিন এই ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও পদযাত্রাকে পরিবর্তন যাত্রা বলে আখ্যায়িত করা হয়েছে। পরিবর্তন যাত্রা ত্রিপুরার বেকারদের কর্মসংস্থান, কর্মচারী বঞ্চনা দূরীকরণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান প্রাক্তন বিধায়ক। আগামী দিনে সমৃদ্ধশালী ত্রিপুরার গড়ার লক্ষ্যে বিজেপি সরকারের পতন করতে চাইছে মানুষ। তবে এই বিজেপি সরকারকে হঠাতে মানুষকে ঐক্যবদ্ধভাবে জঙ্গল রাজের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে এবং প্রতিবাদ জানাতে হবে বলে জানান শ্রী সাহা। এদিন মিছিলটি ৮ নং টাউন বড়দয়ালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।