Tuesday, January 14, 2025
বাড়িরাজ্য৪৯ তম রাজ্য ভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর সূচনা

৪৯ তম রাজ্য ভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : শনিবার ৪৯ তম রাজ্য ভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান অরুণ উদয় সাহা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা।  ৮ই জানুয়ারি পর্যন্ত চলবে এই বিজ্ঞান , গনিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী। ভবিষ্যৎ দিনের সেরা বিজ্ঞানী যাতে রাজ্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বেরিয়ে আসে তার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

 শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞান তৈরি করা। সেগুলিকে সমাজের অন্তিম ব্যক্তি  পর্যন্ত ছড়িয়ে দেওয়া । যাতে করে এর সুবিধা সকলে নিতে পারে। হৃদয় ও মনকে শিক্ষিত করাই হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে সরকার।  ৩০ বছরে বিধায়ক। অথচ রাজ্যে – রাজ্য শিক্ষা , গবেষণা ও  প্রশিক্ষণ পর্ষদ রয়েছে সে সম্পর্কে অবগত ছিলেন না। এদিনের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো বলেন এখন রাজ্যের মানুষ এন সি ই আর টি দপ্তর সম্পর্কে জানেন। জ্ঞান নিয়ে এখন প্রতিযোগিতা চলছে।  যে দেশ সবচেয়ে বেশি জ্ঞান আহরণ করবে তারাই আগামীদিনে বিশ্বের কর্তৃত্ব করবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। আরো বলেন, রাজ্য শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের উদ্যোগে শনিবার রাজধানীর উমাকান্ত একাডেমী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী। উদ্বোধনী পর্ব শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন মডেল ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। রাজ্যের ৮ টি জেলা থেকে ৫ টি করে মোট ৪০ টি মডেল এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। তাদের মধ্যে থেকে সেরা ১০ টি মডেলকে বাছাই করে আগামী দিনে বাইরে পাঠানো হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য