স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : বটতলা উড়ালপুলে নির্ধারিত সময়ের জন্য আগামী কয়েক দিন গাড়ি চলাচল বন্ধ থাকবে। যার ফলে রাস্তায় সৃষ্টি হলো ট্রাফিক জ্যাম। আটকে পড়ল অ্যাম্বুলেন্স। জানা যায়, ট্রাফিক এডভাইজারি হিসাবে আগরতলা পুর নিগমের কমিশনার এক নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশিকা উল্লেখ রয়েছে সমস্ত বৈদ্যুতিক খুঁটিতে ত্রি রংয়ের এল ই ডি রোপ লাইট স্থাপন করা হবে বটতলা উড়ালপুলে।
এর জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে অনুযায়ী গত ৬ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর অন্তর বন্ধ থাকবে উড়াল পুল। সে মোতাবেক উড়ালপুল নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকায় অতিরিক্ত যানবাহন উড়ালপুলের নিচে প্রধান সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো ট্রাফিক দপ্তরের খামখেয়ালী পড়ায় বহু এম্বুলেন্স আটকে পড়ছে জ্যামের মধ্যে। জ্যাম নিয়ন্ত্রণ করার জন্য নেই পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক কর্মী। অ্যাম্বুলেন্স মধ্যে রোগী কাতরাচ্ছে, কিন্তু চালক হাসপাতাল নিয়ে যেতে পারছে না রোগীকে। প্রশাসনের গাফিলতিতে হয়তো বহু রোগীর জীবন সংকটাপন্ন হতে পারে বলে আশঙ্কা পথচারীদের।