Sunday, July 27, 2025
বাড়িরাজ্যশিক্ষকের অভাবে রাস্তায় নামলো ছাত্রছাত্রীরা

শিক্ষকের অভাবে রাস্তায় নামলো ছাত্রছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি :  শিক্ষকের অভাবে দিকে দিকে শুরু হয়েছে আন্দোলন। অন্যান্য দিনের তুলনায় ব্যতিক্রম হয়নি শুক্রবার। পাল্লা দিয়ে ঘটছে সড়ক অবরোধ। শিক্ষক স্বল্পতা, বিদ্যালয় গুলির সমস্যা নিয়ে ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে। ছাত্র আন্দোলনের খবর পেয়ে এলাকার স্থানীয় মাতবরেরা ছুটে গিয়ে ভয় ভীতি প্রদর্শন করে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চেষ্টার কোন খামতি রাখছে না।

কিন্তু তুষের আগুনের মত ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে। শুক্রবার উদয়পুর মহাকুমার তৈনানি স্থিত পি কে সি পাড়া হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকা স্বল্পতা সহ একাধিক সমস্যা নিয়ে আন্দোলনে সামিল হয় ছাত্র ছাত্রীরা। এদিন তারা স্কুলের সামনে রাস্তা অবরোধ করে। বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে চলতে থাকে আন্দোলন। তাদের বক্তব্য স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে। বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ১২ জন। এর মধ্যে মাত্র ৪ জন নিয়মিত স্কুলে আসছেন। বাকীরা অন্যান্য কাজে ব্যস্ত। এই কম সংখ্যক শিক্ষক দিয়ে পড়াশুনা চালানো দুষ্কর।  এছাড়া বিদ্যালয়ে নেই বাউন্ডারি ওয়াল, জলের সমস্যা, ক্লাস রুমের সমস্যা , টয়লেট এর সমস্যা সহ বহু সমস্যা রয়েছে বিদ্যালয়ের । সমস্যা নিরসনের জন্য আন্দোলন বলে জানান পড়ুয়ারা। মূলত মহকুমা শাসকের দৃষ্টিতে নিয়ে সমস্যার সমাধানের দাবীতে অনড় থাকে তারা। ফোনে এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য মহকুমা প্রশাসন থেকে আহ্বান জানানো হলেও ছাত্র ছাত্রীরা তাদের দাবীতে অনড় থাকে। প্রবল ঠাণ্ডার মধ্যে চলতে থাকে তাদের আন্দোলন কর্মসূচী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!