Monday, January 13, 2025
বাড়িরাজ্যসন্ত্রাসের বিরুদ্ধে তেজী হলো কংগ্রেস, থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস

সন্ত্রাসের বিরুদ্ধে তেজী হলো কংগ্রেস, থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি :  উদয়পুর মহকুমায় শাসক দল বিজেপি বাইক বাহিনীর উপদ্রবে আতঙ্কিত মানুষ। বিরোধী দলের কর্মী সমর্থকদের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা, বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং বুধবার জেলা কংগ্রেস ভবনে পেট্রোল বোমা দিয়ে অগ্নি সংযোগ করার পেছনে জড়িতদের গ্রেপ্তারের দাবি তুলে রাধা কিশোরপুর থানা ঘেরাও করলো কংগ্রেস কর্মী সমর্থকরা। শুক্রবার থানা ঘেরাও করার আগে বিক্ষোভ মিছিলটি জামতলাস্থিত জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে থানা কর্নার, সেন্টার রোড, নিউটন রোড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে রাধা কিশোর পুর থানার সামনে এসে শেষ হয়।

তারপর রাধা কিশোর পুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরবর্তী সময় জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, কংগ্রেস নেতা মিলন কর, রাজিব সমাদ্দার নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল পাঁচ দফা দাবি জানিয়ে রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাসের কাছে এক স্মারক লিপি তুলে দেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল জানান, ডাঙ্গা সৃষ্টি করার চেষ্টাকারীদের এবং মিথ্যা মামলা করা সহ কংগ্রেস ভবনে বোমা নিক্ষেপ করে অগ্নি সংযোগ করার সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়ছে। রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাস কংগ্রেস কর্মীদের আশ্বাস দিয়েছেন দুষ্কৃতিকারীদের অতিসত্বর গ্রেফতার করে শাস্তি প্রদান করা হবে। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য