স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : শুক্রবার রাজধানীর এ ডি নগর পুলিশ মাঠে ত্রিপুরা পুলিশ সপ্তাহ ২০২৩ -এর সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীকে রাজ্য পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে এই সময়ের মধ্যে যে সমস্ত আরক্ষা কর্মী শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। গত এক বছরে আরক্ষা কর্মীরা যে সমস্ত কাজ সম্পন্ন করেছে তার হিসাব নিকেশ এই ত্রিপুরা পুলিশ সপ্তাহে পর্যালোচনা করা হয়।
ত্রিপুরার পুলিশ বাহিনীকে উন্নত মানের করার জন্য সরকার সচেষ্ট। সারাদেশে উৎকর্ষতার পরিচয় দিয়েছে রাজ্যের টিএসআর বাহিনী। রাজ্যে প্রতিভার কোন অভাব নেই। তাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারলে প্রতিভার প্রস্ফোরণ সম্ভব। দেশাত্মবোধের চিন্তাভাবনা আরক্ষা কর্মীদের মধ্যে আরও বেশি করে আনার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মানুষের আস্থা নষ্ট হতে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে মানুষের স্বার্থে আরক্ষা কর্মীদের আরো বেশি করে কাজ করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের থানা গুলিতে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। থানা গুলির যথাযথ সংস্কার এবং বসার পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়ার বিষয়টি নজর এসেছে। পুলিশ কর্মীদের থাকার আবাসনেরও ঘাটতি রয়েছে। এই সমস্যা গুলি নিরসনের জন্য আগামী দিনে রাজ্য সরকার উদ্যোগ নেবে। আরক্ষা কর্মীদের সুখ-স্বাচ্ছন্দ দেখতে হবে সরকারকে। আগামী দিন এই সমস্ত সমস্যার নিশ্চিত সমাধান হবে। এদিন মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। এদিনের কুচকাওয়াজে অংশ গ্রহণকারী ৯ টি প্লেটুনের মধ্যে থেকে শ্রেষ্ঠ তিনটি প্ল্যাটুনকে পুরস্কৃত করা হয়। টি এস আর প্রথম ও দ্বিতীয় বাহিনীর পাশাপাশি মহিলা বাহিনীর প্ল্যাটুনকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য আরক্ষা কর্মীদের পুরস্কৃত করা হয়।