Thursday, January 16, 2025
বাড়িরাজ্যপরিবহন ভবনে কমিশনার অফ ট্রান্সপোর্ট ও জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ের উদ্বোধন

পরিবহন ভবনে কমিশনার অফ ট্রান্সপোর্ট ও জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ের উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি :  নির্বাচন যতই এগিয়ে আসছে কল্পতরু সরকার উন্নয়নের নানান দিক মানুষের কাছে তুলে ধরে বৈতরণী পার হওয়ায় কৌশল খুঁজছে। শুক্রবার পরিবহন ভবনে কমিশনার অফ ট্রান্সপোর্ট এবং জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় পরিবহন দপ্তরের উদ্যোগে এদিনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে অর্থনৈতিক বুনিয়াদ মজবুত হতে পারে না।

যত বেশি মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে, ততই রাজ্যের উন্নয়ন সাধিত হবে। যোগাযোগ ব্যবস্থাকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি  হয়েছে রাজ্যে। সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রূপান্তর করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ডাবল লাইন করার সার্ভের  কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। সহসাই ডাবল লাইনের কাজ শুরু হবে। যে কোন কাজ দ্রুত গতিতে করতে গেলে অফিসের পরিকাঠামোর উন্নয়ন ঘটানো প্রয়োজন । এটা আগে পরিবহন দপ্তরে ছিল না। তাৎক্ষণিক সমস্যার নিরসন করার জন্য কমিশনার অফ ট্রান্সপোর্টের সূচনা করা হয়েছে। সুবিধা পৌঁছে দিতে অনলাইনে পরিষেবা প্রদান শুরু হয়েছে। এতে অফিসে এসে সময় নষ্ট করতে হবে না ভোক্তাদের বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, টি আর টি সি- র চেয়ারম্যান অভিজিৎ দেব, পরিবহন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য