Monday, December 23, 2024
বাড়িরাজ্যভোটারের সংখ্যা বেড়ে দাঁড়ানো ২৮ লক্ষ ১৪ হাজার

ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়ানো ২৮ লক্ষ ১৪ হাজার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এইবার ভোটার তালিকায় নতুন করে ৮০ হাজার নাম নথিভুক্ত হয়েছে। গতবার ভোটারের সংখ্যা ছিল ২৭ লক্ষ ৩৩ হাজার। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ ১৪ হাজারে। বৃহস্পতিবার এক  সাক্ষাৎকারে জানান রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে। তিনি আরো জানান মোট পোলিং স্টেশন ৩৩২৮ টি। প্রতি পোলিং স্টেশনে ৮৪৫ জন ভোটার রয়েছেন। এইবার ১১ হাজারেরও বেশি মহিলা রেজিস্ট্রেশন হয়েছে। যা পুরুষদের চাইতে বেশি। জেন্ডার রেশিও ৯৮১ থেকে দাঁড়িয়েছে ৯৯৯। রাজ্যের বারোটি জায়গায় ব্রু পুনর্বাসন দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে ১৩,৫০০ ব্রু ভোটারকে ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছে। তাদের জন্য রয়েছে পৃথক পোলিং স্টেশন। এই ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মিলবে। এরপরেও কারোর কোন নাম নথিভুক্ত করার বাকি থাকলে বা ভোটার তালিকায় কোন সংশোধন করার প্রয়োজন থাকলে তা ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে জানান তিনি।  মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এবছর ৬৫ হাজার নতুন ভোটার নাম নথিভুক্ত করেছে। সকলের কাছে আহ্বান জানান তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। মুখ্য নির্বাচনী আধিকারিক আরো জানান ৬৩০২ ব্রু পরিবার পুনর্বাসন হওয়ার কথা রয়েছে। 

তার মধ্যে ৫৫০৫ টি পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৮০০ টি পরিবার বাকি রয়েছে। এই ক্ষেত্রে ৮৫ শতাংশ সফলতা এসেছে।  ১২ থেকে ১৫ শতাংশ বাকি রয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচনের জন্য গত ২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন কমিশন থেকে ৫০ কোম্পানি প্যারা মিলিটারি ফোর্স পাওয়া গেছে। স্পর্শকাতর এলাকা গুলিতে তাদের মোতায়েন করা হয়েছে। আগামী ৮ জানুয়ারির মধ্যে আরও ৫০ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স আসবে । নির্বাচন ঘনিয়ে আসতেই তাদের নির্ধারিত জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। সুষ্ঠ , অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন সমস্ত প্রস্তুতি নিয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য