স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : বুধবার তামিলনাড়ুর সুলুর থেকে কুন্নুরে যাওয়ার পথে উটির কাছে জঙ্গলঘেরা জায়গায় ভেঙে পড়ে বায়ুসেনার একটি এম আই ১৭ ভি ফাইভ হেলিকপ্টার। ওই কপ্টারে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা, সেনাবাহিনীর বেশ কয়েকজন আধিকারিক সহ মোট ১৪ জন। এই দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চা সদর শহর জেলার উদ্যোগে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ নিহত ১৩ জনকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বিজেপি-র মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী, মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা সহ বিজেপি-র কার্যকরতারা। বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ ১৩ জন নিহত হয়েছেন। একজন এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই দুঃখ জনক ঘটনায় বাক রুদ্ধ সকলে। নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরিবার পরিজনদের প্রতি শোক জানিয়ে সমবেদনা জ্ঞাপন করেন বিজেপি-র মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী।