স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : রাজভবন অভিযানের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।আগামী ৫ জানুয়ারি ১৫ দফা দাবিতে তৃণমূল কংগ্রেস রাজভবন অভিযান করবে। রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে রাজভবন অভিযান করা হবে। এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে সামনে সকাল ১১ টায় জমায়েত করা হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেখান থেকে রাজভবন অভিযান শুরু হবে বলে বৃহস্পতিবার প্রদেশ তৃণমূল কংগ্রেস ক্যাম্পে সাংবাদিক সম্মেলন করে জানান প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহবায়ক সুবল ভৌমিক।
রাজ্যে নৈরাজ্যের প্রতিবাদে এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে বিশেষ করে রাজভবনে অভিযান করা হবে। রাজ্যে খুন, ধর্ষণ অপহরণের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আইন-শৃঙ্খলা তা অবনতি সদ্য সমাপ্ত ভোটের দিনও দেখা গেছে। ছাপ্পা ভোট, রেগিং -এর মতো ঘটনা ঘটেছে সারা রাজ্যে। আইন শৃঙ্খলা অবনতির বিরুদ্ধে প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানানো হবে।
এমনকি নির্বাচনের আগে পূর্ব মহিলা থানায় যে ধরনের হামলার ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে যাতে সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তার করে এবং উচ্চ আদালতের একজন বিচারপতি দিয়ে যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত হয় তার দাবি জানানো হবে। সম্প্রতি অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের যাতে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার দাবি জানানো হবে। প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি কর্মচারীদের যাতে সপ্তম বেতন কমিশন দেওয়া হয়। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করতে চাইছে সরকার। শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বর্তমান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি রাজ্যের বেকারদের যাতে বিভিন্ন দপ্তরগুলিতে নিয়োগ করা হয় তার জন্য দাবি জানানো হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অসংগঠিত শ্রমিকদের জন্য যাতে সরকার বিশেষ প্রকল্প গ্রহণ করে তার জন্য দাবি জানানো হচ্ছে। মানুষ বুঝতে পারছে ২০১৮ সালে এই সরকারকে প্রতিষ্ঠা করে কি ভুল করেছে। বিজেপি মানুষের রক্ত ঝরিয়ে আগামী ২০২৩ সালে ক্ষমতা দখল করতে চাইছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আগামী দিনের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।