স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : এস টি জি টি উত্তীর্ণ শিক্ষক পদে এস সি এবং এস টি -দের ৩১ শতাংশ সংরক্ষণ মেনে শূন্য পদ পূরণ করা, সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্যপদ পূরণ করা, কলেজ গুলিতে অস্থায়ী ককবরক প্রফেসরদের দৈনিক ভাতা ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা করা সহ পাঁচ দফা দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করলেন টি ওয়াই এফ এবং টি এস ইউ -এর একটি প্রতিনিধি দল।
শনিবার প্রতিনিধি দলটি শিক্ষা ভবনের সচিব এন সি শর্মার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে দাবি জানান অবিলম্বে তাদের পক্ষ থেকে তুলে ধরা সমস্যাগুলির সমাধান করার জন্য। ডেপুটেশনের পর দাবিগুলি সম্পর্কে বিস্তারিত জানান টি এস ইউ -র সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। তিনি জানান, এসটিজিটি -র ক্ষেত্রে ৬০০০ শূন্যপদ থাকার পরও সরকার মাত্র ২৩০ জন এস সি এবং এস টি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দপ্তর যাতে আদালতের নির্দেশ অনুযায়ী ৩১ শতাংশ এস সি এবং এস টি শূন্যপদ পূরণ করা হয়। সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অভাব রয়েছে। কলেজগুলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্যপদগুলি যাতে পূরণ করা হয় তার জন্য দাবি জানান তারা। এদিন প্রতিনিধি দলে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নেতাজি দেববর্মা সহ অন্যান্য সদস্যরা।