স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : বছরের শেষ দিন গোটা বিশ্ব যখন ২০২২ সাল বিদায় জানাতে প্রস্তুত তখন রাজ্যের বেকার দরদি সরকারের কাছে চাকুরির দাবি জানিয়ে রাস্তায় নামলো রাজ্যের চাকুরি প্রত্যাশী যুবক যুবতীদের। শনিবার সকালে ঘুম থেকে উঠে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার শ্রীকৃষ্ণ মন্দির স্থিত বাসভবনের সামনে এসে জুড়ো হতে শুরু করে শত শত এস টি জি টি ২০২২ -এর চাকুরি প্রার্থী যুবক যুবতীরা। দীর্ঘ কয়েক মাস ধরে তারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী দ্বারস্থ হয়েও কোন সমাধানের সূত্র না পেয়ে দিশেহারা।
বছরের শেষ দিন এবং নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষার মুহূর্তে এসে মুখ্যমন্ত্রী বাসভবন তারা ঘেরাও করতে বাধ্য হয় এদিন। পরে পূর্ব থানার পুলিশের সাথে দীর্ঘক্ষণ বাক-বিতণ্ডা হয় চাকরি প্রত্যাশীদের। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বাসভবনে না থাকায় সরকারি বাসভবনের সামনে এসে জড়ো হয় চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা। তারপর চারজনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে সকল এস টি জি টি প্রার্থীদের একসাথে নিয়োগ করার জন্য দাবি জানান।
পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে বের হয়ে প্রতিনিধি দলটি জানান, গত আড়াই থেকে তিন মাস যাবত শিক্ষামন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী দ্বারস্থ হয়ে এস টি জি টি সকলকে একসাথে নিয়োগ করার দাবি জানানো হয়েছিল। কিন্তু নিয়োগ না হওয়ায় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে ছয়বার চিঠি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কোন উত্তর দেননি। আজ সরাসরি বাসভবনে এসে সৌজন্যতামূলক সাক্ষাৎ করেছেন। এস টি জি টি ২০২২ পরীক্ষার্থীদের বিষয়ে সঠিকভাবে অবগত হয়েছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন এ বিষয়ে আজই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সাথে কথা বলবেন। এমনটাই জানান প্রতিনিধি দল।