স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : শুক্রবার দুপুরে জিবি হাসপাতালে জেনারেটর বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। ঘটনায় বিবরনের জানা যায়, এদিন জিবি হাসপাতালে জেনারেটর বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছিল। সে সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে।
তখন জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে রোগী নিয়ে যাওয়া দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সঠিক সময় দমকল কর্মীরা যদি ছুটে না যেত তাহলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হতো। যতদূর খবর কর্মীদের অসাবধানতার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতিক সামগ্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।