স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : জাতীয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর গান্ধিঘাট গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব অজয় কুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জারিতা লাইফ্রাং সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কংগ্রেস নেতা অজয় কুমার জানান, বিজেপি গুন্ডাদের প্রতিরোধ করে সব সময় জেলে যাওয়া এবং মার খাওয়া কংগ্রেসের সংস্কৃতি। কারন ভারত অহিংসার দেশ বলে জানান তিনি। দেশে বর্তমানে কর্মসংস্থানের অভাব। বিজেপি সরকারের আমলে কর্মসংস্থানের ব্যবস্থা হলেও খাবার হোম ডেলিভারিতে চাকরি হচ্ছে। আর এইগুলি ছাড়া কি শিক্ষিত যুবকদের জন্য আর কোন সরকারি শূন্য পদ নেই তা নিয়ে প্রশ্ন তুলে তিনি ? তাই বলা হচ্ছে বিজেপি থেকে ভারতকে বাঁচানোর জন্য। দেশের যুবকদের রাস্তায় নামিয়ে দিয়েছে বলে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।