Wednesday, January 22, 2025
বাড়িরাজ্য১২ শতাংশ ডি এ এবং ডি আর ঘোষণা

১২ শতাংশ ডি এ এবং ডি আর ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর :  বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা রাজ্য সরকারের। নির্বাচনকে সামনে রেখে কল্পতরু সরকার সরকারি কর্মচারীদের পাশে পেতে এক সাথে ১২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করল মঙ্গলবার। এদিন মহাকরণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে সরকারি কর্মচারীদের জন্য এবং অনিয়মিত কর্মচারীদের জন্য ঘোষণাটি দেন।

 তিনি জানান, ২০১৮ সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় সপ্তম পে কমিশনের মত বেতন প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপর রাজ্য সরকার ডিএ এবং ডিআর ২ ধাপে আট শতাংশ প্রদান করেছে। কিন্তু সরকারের আর্থিক সংকট থাকার পরেও আবারো সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও ১২ শতাংশ ডি এ এবং ডি আর বাড়ানো। যার ফলে গত পাঁচ বছরে ডি এ এবং ডি আর বেড়ে দাঁড়িয়েছে ২০ শতাংশ। মুখ্যমন্ত্রী আরও জানান আগামী জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারীরা এই মহার্ঘ ভাতা পাবে। রাজ্য সরকার ২০১৮ সালে ১ অক্টোবর সপ্তম সিপিসি এর উপর ভিত্তি করে বেতন স্কেল সংশোধন করেছে। সংশোধিত মূল বেতনের উপর অতিরিক্ত ১২ শতাংশ অর্থ রাশি মহার্ঘ ভাতা মিলবে। যার ফলে রাজ্যের এক লক্ষ চার হাজার ছয় শতাধিক নিয়মিত কর্মচারী এবং ৮০ হাজার ৮ শতাধিক পেনশনভোগী পরিবার উপকৃত হবে। নিয়মিত সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের পাশাপাশি সরকার আরো একটি ঘোষণা মহাকরণ থেকে করেছে। মুখ্যমন্ত্রী আরও ডি.আর.ডাব্লিও, এম.আর.ডাব্লিও এবং পি.টি.ডাব্লিও ওয়ার্কারদের বেতন প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে করে ডি.আর.ডাব্লিও গ্রেট-সি আগে মাসে বেতন পেত ৭ হাজার ২০ টাকা। এখন তারা পাবে ১০ হাজার ৯২০ টাকা। ডি.আর.ডাব্লিও টেকনিক্যাল আগে মাসে বেতন পেত ৭ হাজার ২৮০ টাকা, এখন তারা পাবে ১১ হাজার ১৮০ টাকা। ডি.আর.ডাব্লিও গ্রুফ-ডি আগে মাসে বেতন পেত ৬ হাজার ৪৫৮ টাকা ৪০ পয়সা, এখন থেকে তারা পাবে ১০ হাজার ১০ টাকা।

পার্মানেন্ট লেবাররা আগে মাসে বেতন পেত ৬ হাজার ৭১৮ টাকা ৪০ পয়সা, এখন তারা পাবে ১০ হাজার ২৭০ টাকা। এম.আর.ডাব্লিও গ্রুফ-ডি আগে মাসে বেতন পেত ৭ হাজার ৩৪৪ টাকা, এখন তারা পাবে ১১ হাজার ৩৮০ টাকা। প্রধান পুরহিতরা আগে মাসে বেতন পেত ৮ হাজার ৯৪৪ টাকা, এখন তারা পাবে ১১ হাজার ৩৮০ টাকা। অধিকারিরা আগে মাসে বেতন পেত ৮ হাজার ৬৫৪ টাকা, এখন তারা পাবে ১২ হাজার ৬৯০ টাকা। পার্ট টাইম ওয়ার্কার অর্থাৎ যারা ৪ ঘণ্টা কাজ করে তারা আগে মাসে বেতন পেত ৫ হাজার ৯০০ টাকা, এখন তারা পাবে ৮ হাজার ৯০০ টাকা, পার্ট টাইম ওয়ার্কার অর্থাৎ যারা ৩ ঘণ্টা কাজ করে তারা আগে মাসে বেতন পেত ৫ হাজার ৬৭০ টাকা, এখন তারা পাবে ৮ হাজার ৬৭০ টাকা। পার্ট টাইম ওয়ার্কার অর্থাৎ যারা ২ ঘণ্টা করে কাজ করে, তারা আগে মাসে বেতন পেত ৫ হাজার ৪৫০ টাকা, এখন তারা পাবে ৮ হাজার ৪৫০ টাকা। গ্রামীণ চোকিদাররা আগে মাসে বেতন পেত ৬ হাজার ৭০০ টাকা , এখন তারা পাবে ১০ হাজার ১০০ টাকা। স্কুল মাদাররা আগে মাসে বেতন পেত ৪ হাজার ৮৫০ টাকা, এখন তারা পাবে ৭ হাজার ৪৫০ টাকা। পুরহিত, চন্তাই, প্রধান চণ্ডী পাঠক, পাচক, পুজারিরা আগে মাসে বেতন পেত ৬ হাজার ৯৯০ টাকা করে, এখন তারা পাবে ১০ হাজার ৫০০ টাকা করে। মালি, গার্ড, সুইপার, গার্ডেনাররা আগে মাসে বেতন পেত ৫ হাজার ৯৪০ টাকা করে, এখন তারা পাবে ৯ হাজার ১৪০ টাকা করে। অ্যাডাল্ট লিটারেসি টিচাররা আগে মাসে বেতন পেত ৪ হাজার ১৮১ টাকা ৬০ পয়সা করে, এখন তারা পাবে ৬ হাজার ৪২০ টাকা করে। পার্ট টাইম ইন্সট্রাক্টররা আগে মাসে বেতন পেত ৪ হাজার ৭১ টাকা ৬০ পয়সা করে, এখন তারা পাবে ৬ হাজার ৩১০ টাকা করে। কমিউনিটি হেলথ গাইডরা আগে মাসে বেতন পেত ৪ হাজার ৭১ টাকা ৬০ পয়সা করে, এখন তারা পাবে ৬ হাজার ৩১০ টাকা করে। এতে করে প্রায় ৬ হাজার ৮০০ জন অনিয়মিত কর্মী উপকৃত হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে সরকারের এইদিনের ঘোষণার ফলে রাজ্য সরকারের বছরে প্রায় ১ হাজার ৪৪০ কোটি টাকা ব্যয় হবে। সব মিলে প্রায় ১ লক্ষ ৯৪ হাজার পরিবার উপকৃত হবে। এইদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। তিনি জানান, রাজ্য সরকার চাইছে সার্বিক বিকাশ। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বাজার চাঙ্গা হবে। মানুষের হাতে পয়সা আসবে। এ দেশ সমাজের সব অংশের মানুষই উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন উপমুখ্যমন্ত্রী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত মুখ্য সচিব জে.কে সিনহা জানান কেন্দ্রীয় সরকারের বেতনক্রম বর্তমানে ৩৮ শতাংশ। রাজ্য সরকার গত পাঁচ বছরে কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে।

উপকৃত হবে কর্মচারীরা। তবে বলা বাহল্য বিধানসভা নির্বাচন ঘোষণার দেড় মাস আগে কর্মচারী দরদী সরকার সার্বিক বিকাশে তৎপর। কারণ ২৯৯ টি প্রতিশ্রুতি পালন না করে সরকার ময়দানে ঝাপাতে পাচ্ছে না। বঞ্চিত সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল। নির্বাচনী প্রচারে ময়দানে নেমে সরকারি কর্মচারীদের ভাবমূর্তিদেরকে সরকার হাড়ে হাড়ে টের পেয়ে গেছে। তাই দ্রুত সরকারের সিদ্ধান্ত নিতে হলো ১২ শতাংশ মহার্ঘ ভাতা এবং অসন্তুষ্ট অনিয়মিত কর্মচারীদের জন্য প্রায় ৫০ শতাংশ মজুরি বৃদ্ধি করার। তারপরেও কর্মচারী মহলের মনের আগুন কতটা নেভাতে পারবে সেটা বুঝা যাবে আসন্ন বিধানসভা নির্বাচনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য