স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : ত্রিপুরার প্রথম প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং-র ২১ তম মৃত্যু বার্ষিকী বুধবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে পালন করা হয়। এদিন কংগ্রেস কর্মীরা তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর শহর জেলা কংগ্রেস সভাপতি সুব্রত সিং সহ অন্যান্যরা। সদর শহর জেলা কংগ্রেস সভাপতি সুব্রত সিং জানান ত্রিপুরার প্রথম প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় বড় ভূমিকা নিয়েছিলেন। এডিসি গঠনের ক্ষেত্রেও তিনি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। জাতি ভেদ ভুলে তিনি রাজনীতি করতেন বলেও জানান।