Friday, October 18, 2024
বাড়িরাজ্যপেসমেকার প্রতিস্থাপনে সফল্য জিবি হাসপাতালে

পেসমেকার প্রতিস্থাপনে সফল্য জিবি হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : জিবিপি হাসপাতলে দুজন হৃদরোগের যন্ত্রে পেসমেকার প্রতিস্থাপন করল চিকিৎসকেরা। দুজন রোগী সুস্থ রয়েছে বর্তমানে। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই সফল অস্ত্রপচারের বিষয়ে অবগত করেন এ জি এম সি র প্রিন্সিপাল কে কে কুন্ডু। দুজনের মধ্যে একজন তেলিয়ামুড়া বাসিন্দা ৭৫ বছর বয়সে তরুণ বিশ্বাস ও অপর ব্যক্তি উদয়পুরের বাসিন্দা ৭০ বছর বয়সে নেপাল দেবনাথ। দু’জন দীর্ঘদিন ধরে হৃদ রোগে ভুগছিলেন।

বিগত মাসে জিবিপি হাসপাতালে ভর্তি হন এ দুই রোগী। জরুরী ভিত্তিতে তরণী বিশ্বাসের হৃদযন্ত্রে গত ১৯ নভেম্বর এবং নেপাল দেবনাথের হৃদযন্ত্রে গত ১৭ নভেম্বর অস্থায়ী পেসমেকার বসান জিবিপি হাসপাতালে কার্ডিও থোরাসিক এন্ড ভাসকুলার সার্জারি ইউনিটের কনসালটেন্ট ডাক্তার কনক নারায়ন ভট্টাচার্য। দুজনকে আইসিইউতে রাখা হয়। দুজনেরই আর্থিক অবস্থা দুর্বল থাকায় পেসমেকার ক্রয়ের সামর্থ্য ছিল না তাদের। তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের বেনিফিশিয়ারি হওয়াতে হাসপাতাল কর্তৃপক্ষ পেসমেকার ক্রয় করেন। দীর্ঘদিন আইসিওতে থাকা দুজন রোগীর হৃদযন্ত্রে পেসমেকার প্রতিস্থাপন যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত গত ৭ ডিসেম্বর হূদরোগ বিশেষজ্ঞ সার্জন ডক্টর কনক নারায়ন ভট্টাচার্য এই দুজনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করে পেসমেকার এর সফল প্রতিস্থাপন করেন। দুজন বর্তমানে আইসিওতে ভর্তি রয়েছেন। দুজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সম্পূর্ণ বিনামূল্যে পেসমেকার প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হওয়ায় রোগীর পরিবার-পরিজনরা আনন্দিত। তিনি আরো বলেন এই ক্ষেত্রে সহায়তা করেছে রোগী কল্যাণ সমিতি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য