স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : সোমবার সকালে সিপিআইএম রাজ্য কার্যালয়ে চীন সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা মাও সে তুং -এর ১৩০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। মাও সে তুং -এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কোন এক সময় চিন ছিল দেশের অন্যতম দরিদ্রতম দেশ।
চীনের সভ্যতাকে সাংস্কৃতিক দিকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রচেষ্টা করেছিল। পরবর্তী সময় মাও সে তুং সমাজতান্ত্রিক পথে চীনের সঠিক দিশা ফিরিয়ে আনে। এখন চীন হলো দেশের এক অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ। ফলে এখন বিশ্ববাসীর কাছে অন্যতম উদাহরণ সমাজতন্ত্রিক একমাত্র দারিদ্র শোষণ থেকে মুক্তি এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির পথ। তাই যতদিন না পর্যন্ত বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারি, বৈষম্য মুক্ত হবে না ততদিন পর্যন্ত তাকে স্মরণ করা হবে। বিশেষ করে ভারতে বর্তমান সরকার চাইছে বৈষম্য, বিভাজন, অর্থনৈতিক শোষণ এবং একচেটিয়া পুঁজির কাছে ১৪০ কোটি মানুষের ভাগ্য তুলে দেওয়া জন্য, এর থেকে বের হয়ে আসার প্রচেষ্টা চলছে। আজকের দিনে এর একমাত্র সেই শপথ নেওয়ার দিন বলে জানান তিনি।