Saturday, January 18, 2025
বাড়িখেলাআতলেতিকো থেকে উলভারহ্যাম্পটনে ব্রাজিলের কুইয়া

আতলেতিকো থেকে উলভারহ্যাম্পটনে ব্রাজিলের কুইয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৬ ডিসেম্বর: অনেক সম্ভাবনা নিয়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া মাথেউস কুইয়া প্রায় দেড় বছরেও দলটিতে জায়গা পাকা করতে পারেননি। এবার তাকে ধারে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সে পাঠিয়ে দিল স্প্যানিশ ক্লাবটি।দুই ক্লাবের পক্ষ থেকেই জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি উলভারহ্যাম্পটনে যোগ দেবেন কুইয়া। শর্তসাপেক্ষে ইংলিশ ক্লাবটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত পাকাপাকি চুক্তিও হতে পারে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।২০২১ সালের অগাস্টে পাঁচ বছরের চুক্তিতে হের্টা বার্লিন থেকে আতলেতিকোয় যোগ দেন কুইয়া। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন ব্রাজিলিয়ান এই ফরোযার্ড। বেশিরভাগ ম্যাচে তাকে বদলি হিসেবে খেলান কোচ দিয়েগো সিমেওনে।২০১৮ থেকে ২০২০ পর্যন্ত জার্মানির আরেক ক্লাব লাইপজিগে খেলে বার্লিনে যোগ দেন কুইয়া। সেখানে তিনি খেলেন এক মৌসুম।২০২১ সালের সেপ্টেম্বরে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হয় কুইয়ার, বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে। এর এক মাস আগে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে টোকিও অলিম্পিকসে দেশের হয়ে সোনার পতক জেতেন তিনি।    

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য