স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : জঙ্গলে গাছের মধ্যে পুলিশ কর্মীর মা -র মৃতদেহ উদ্ধার হয় রবিবার। ঘটনা চড়িলাম ব্লকের রামনগর ভিলেজ এলাকায়। মৃতার নাম রানী দেববর্মা। বয়স ৫৬ বছর। ঘটনার সূত্রে জানা যায় শনিবার বিকেলে গরু নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন রাণী দেববর্মা।
কিন্তু বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনেরা এদিন রাতের বেলা বহু খোঁজাখুঁজি করে কোন হদিস পায়নি। রবিবার সাত সকালে এলাকার একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। মৃতের পরিবারের পক্ষ থেকে জানা যায় ওঝার নজরে ছিলেন তিনি। তাই তাদের ধারণা খুন হয়েছেন রানী দেববর্মা। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।