Wednesday, July 30, 2025
বাড়িরাজ্য২০২৩ -এ আরো অধিক আসন নিয়ে সরকারে ফিরবে বিজেপি : প্রভারী

২০২৩ -এ আরো অধিক আসন নিয়ে সরকারে ফিরবে বিজেপি : প্রভারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর :  রবিবার ৩ নং বামুটিয়া বিধানসভার অন্তর্গত দুর্গাবাড়ি চা বাগানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হয়। দুর্গাবাড়ি চা বাগান স্থিত বিরসা মুন্ডা কমিউনিটি হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নির্বাচনী প্রভারী ডক্টর মহেন্দ্র সিং, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস, মন্ডল সভাপতি বিজু পাল সহ বিজেপির কর্মী সমর্থকরা। আসন্ন ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে নির্বাচনী প্রভারী ডঃ মহেন্দ্র সিং বলেন, ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজ করে চলেছেন। আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৩ -এর বিধানসভা নির্বাচনে বিজেপি আরো বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসবে। বিশেষ করে কংগ্রেস এখন আর ত্রিপুরায় নেই। যারা আছে তারও আর দলে থাকবে না। এমনটাই বললেন প্রভারী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!