স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : ১৪ বছরের নাবালিকাকে বিয়ে করে সমাজের বয়সের ভেদাভেদকে কলঙ্কিত করলেন ৫৫ বছর বয়সী পুলিশ কর্মী। ঘটনার বিবরণে জানা যায় চারদিন আগে বিশালগড় এস ডি পি ও অফিসে কর্মরত ৫৫ বছর বয়সী এস পি ও দুলাল মিয়া বাড়ি নাড়াউড়া এলাকায় কলমচৌড়া থানা এলাকা থেকে ১৪ বছরের নাবালিকাকে বিয়ে করে নিয়ে যায়।
রবিবার বেলা একটা নাগাদ বিশালগড়ের এস ডি এম বিনয় ভূষন দাসের নেতৃত্বে মহিলা থানার পুলিশ ও চাইল্ড লাইন গিয়ে নাবালিকাকে চন্দ্রনগর এলাকা থেকে উদ্ধার করেন। যে বাড়িতে আশ্রয় পেয়েছিল সেই বাড়ির দুই মহিলাকে আটক করা হয়। সাথে মহিলা থানার পুলিশ দুলাল মিয়াকেও আটক করে থানায় নিয়ে আসে। বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাসের কাছ থেকে জানা যায়, নাবালিকা বিয়ের খবর পেয়ে এই এলাকায় এসেছেন। যে বিয়ে করেছেন তিনি আবার এস পি ও- জওয়ান। নাবালিকা কলমচৌড়া এলাকার বাসিন্দা। দুটি বাড়িতে অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নাবালিকাকে অভিভাবকের কাছে তুলে দেওয়ার চেষ্টা করা হবে। সম্ভব না হলে চাইল্ড লাইনের মাধ্যমে হোমে পাঠানো হবে।