স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : ত্রিপুরা শিক্ষা দপ্তর রাজ্যের স্কুলগুলোকে বেসরকারিকরণ করতে চলছে বলে অভিযোগ এনে বুধবার আগরতলা জগন্নাথ বাড়ির সামনে এন্টি প্রাইভেটাইজেশন ফোরামের উদ্যোগে এক বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ প্রদর্শনের পর সাংবাদিক সম্মেলন করে জানানো হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের দিকে এগোচ্ছে সরকার এমনটাই ইঙ্গিত বহন করছে। সরকারের এ ধরনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানানো হচ্ছে।
শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যাংক সহ বিভিন্ন সরকারি দপ্তরকে সরকার বেসরকারিকরণ করতে উদ্যোগ গ্রহণ করছে। রাজ্যে গত কিছুদিনে বেশ কিছু সরকারি নোটিফিকেশন বের হয়েছে। সেগুলিতে দেখা গেছে সরকার শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করতে চাইছে। এর মধ্যে রয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্প এবং গ্রাম অঞ্চলে যেসব স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা কম সেসব স্কুল বিভিন্ন সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলে খবর। সম্প্রতি দেখা গেছে রাজ্যের ১০০ টি স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পে এনে ১৪০০ শিক্ষক-শিক্ষিকা সেসব স্কুলের নিয়োগ করতে চাইছে। আর যারা সেসব স্কুলে শিক্ষক-শিক্ষিকার দায়িত্ব পালন করছে তাদের জন্য সরকার কী ব্যবস্থা নেবে তার ষ্পষ্টীকরণ চাওয়া হচ্ছে বলে জানান। এবং প্রশ্ন উঠছে সেসব স্কুলের ছাত্র-ছাত্রী কেন ভর্তি হতে চাইছে না। রাজ্য শিক্ষা দপ্তরের গত ২ ডিসেম্বর নোটিফিকেশনে অনেকটা এমন ইঙ্গিত বহন করছে বলে অভিযোগ তোলে তারা।