স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : পূর্ব ঘোষণা অনুযায়ী জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জিরানিয়া নগর পঞ্চায়েতের মাঠে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। জিরানিয়ার প্রিসাইডিং অফিসার নবনির্বাচিত চেয়ারম্যান রতন কুমার দাস এবং ভাইস চেয়ারম্যান রিতা দাসকে শপথ বাক্য পাঠ করায়।
উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজ্যের ভোটের আগে বহিরাগতরা এসে জল ঘোলা করে মাছ ধরার চেষ্টা করেছিল। কিন্তু রাজ্যের মানুষ সদ্য সমাপ্ত ভোটে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে তাদের যোগ্য জবাব দিয়েছে। এখন রাজ্যে বিভিন্ন স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন পথ চলা শুরু হয়েছে।
এদিকে রানির বাজার পুর পরিষদ কার্যালয়ে বিয়ানীবাজার পুর পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপস্থিত প্রিসাইডিং অফিসার রানীবাজার পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অপর্ণা শুক্লা দাস এবং ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাসকে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মহিলার সশক্তিকরণ করতে সদ্য সমাপ্ত নির্বাচনে ৫৬ শতাংশ আসনে মহিলাদের দিয়ে লড়াই করা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মহিলাদের সশক্তিকরণ করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই ওমেন এম্পাওয়ারমেন্ট দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই প্রথমবার মহিলাদের ৫০ শতাংশের বেশি আসনে মহিলাদের সুযোগ করে দেওয়া হয়েছে। মহিলারা আগামী দিনে কাজ করে রাজ্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আর বলে আগামীদিনের যাতে রাণীরবাজার পৌর পরিষদ সেরা পৌর পরিষদ হতে পারে তার জন্য নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।