স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : বিশ্বকে চোখ রাঙাচ্ছে করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’। ইতিমধ্যেই উপচে পড়ছে চিনের মর্গ। চিনের বাজারে উধাও ঔষধ। ভারত সরকারের পক্ষ থেকে করোনা মোকাবিলা করতে নেওয়া হয়েছে ব্যবস্থাপনা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত এদেশে নতুন করে করোনা রোগীর সংখ্যা ছিল ১৮৫।
নতুন উপজাতিতে আক্রান্ত গুজরাট ও ওড়িশার ৬ জন। এছাড়া দেশের অন্যতম দর্শনীয় স্থান তাজমহলে কড়াকড়ি শুরু হয়েছে। করোনা পরীক্ষা ছাড়া পর্যটকদের প্রবেশাধিকার নেই। কেন্দ্রীয় সরকার পরিস্থিতি মোকাবেলার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। রাজ্যগুলিকে পরিস্থিত মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী রাজ্য সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার মরিয়ম নগর চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মুখ্যমন্ত্রী। করোনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সচিবকে নির্দেশ দিয়েছেন। এর জন্য রাজ্যের স্বাস্থ্যকর্মী সহ সকল স্তরের কর্মীরা প্রশিক্ষিত। পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্যে প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে। রাজ্যের জনগণকে সচেতন থাকতে এবং বিধি নিষেধ মেনে চলতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।