Friday, April 19, 2024
বাড়িরাজ্যএন এস ইউ আই -র ডেপুটেশন

এন এস ইউ আই -র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর :  সম্প্রতি রাজ্যের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকার অমানবিকতার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক ছাত্র। সেই ছাত্রের নাম অর্কদ্বীপ মজুমদার। বুধবার রাজধানীর গোর্খাবস্তি সংলগ্ন এলাকায় সেই স্কুলের সামনে গিয়ে ‌এন এস ইউ আই -এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। পরবর্তী সময় প্রদেশ এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় জানান স্কুলের অধ্যক্ষের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

দাবি জানানো হয়েছে যাতে অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করা হয়। অবিলম্বে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। কারণ তাদের মানসিক নির্যাতনের কারণে ছাত্রটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। প্রসঙ্গত অংক পরীক্ষার দিন ছাত্রটি পরীক্ষার হলে অংকের ফর্মুলা লিখে নিয়ে যায়। তার জন্য স্কুলের শিক্ষক রাহুল দেব ছাত্রটির উপর মানসিক নির্যাতন করেছিল বলে অভিযোগ। এখন দেখার বিষয় প্রশাসনিক তদন্তে কি উঠে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য