Wednesday, November 29, 2023
বাড়িরাজ্যড. বি আর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান

ড. বি আর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর :  তপশিলী জাতি অংশের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। সেই বিষয়ে জানার অভাবে সুবিধা থেকে বঞ্চিত হতে না অনেকের। এই দপ্তর আগেও ছিল। জনসংখ্যার অনুপাতে রাজ্যে ১৮ শতাংশ তপশিলী জাতি অংশের মানুষ থাকার পরেও তাদের সঠিক ভাবে সুবিধাগুলি সম্পর্কে অবগত করেনি। বুধবার এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে টাউন হলে আয়োজিত তপশিলী জাতি অংশের ছাত্র ছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং  ড. বি আর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস।

 এদিন ২০২২-২৩ আর্থিক বছরের এককালীন আর্থিক সহায়তা এবং ২০২২ সালের ডাঃ বি আর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয়। এখন নতুন করে মানুষকে অবগত করতে হচ্ছে। বিগত দিনে বঞ্চিত রাখার কারনেই এই উদ্যোগ বর্তমানে নিচ্ছে বলে জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস। দপ্তরের কর্মীদের কাজে প্রতিবন্ধকতা  তৈরি করে রাখা হয়েছিল। সচেতনতার  কারনে তপশিলী জাতি অংশের মানুষরা বঞ্চিত ছিল বলে জানান তিনি। এটা পূর্বতন সরকারের ব্যর্থতা বলে কটাক্ষ করেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক চন্দ সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য