Monday, January 13, 2025
বাড়িরাজ্যমাংস বিক্রি নিয়ে এক ব্যবসায়ীর উপর আক্রমণ

মাংস বিক্রি নিয়ে এক ব্যবসায়ীর উপর আক্রমণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : শনিবার মহারাজগঞ্জ বাজার এলাকায় বয়লার ফারমার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে কম পয়সায় মাংস বিক্রি করা নিয়ে বাঁধল বিপত্তি। জানা যায় মাংস বিক্রি করার সময় মহারাজগঞ্জ বাজারের মাংস ব্যবসায়ীরা মুরগি মেলার স্থানে এসে দোকানপাট ভাঙচুর করে। ছিঁড়ে ফেলে মেলার ব্যানার।

 সেখানে বেশ কয়েকজনকে আক্রমণের চেষ্টা করে। পরে ক্ষতিগ্রস্ত মাংস বিক্রেতা জানান মুরগির খাদ্য দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীরা খাদ্য বাকি দিচ্ছে না।। এর ফলেই প্রচুর মুরগি বড় হয়ে যাচ্ছে। মানুষকে কম টাকার বিনিময়ে মাংস খাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। ১০০ টাকা দামে মুরগি বিক্রি করার উদ্যোগ গ্রহণ করা হয়। এবং মহারাজগঞ্জ বাজার কমিটির কাছ থেকে অনুমতি নিয়েই মুরগি মেলার আয়োজন করা হয়। এরই মধ্যে অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে দোকানপাট ভেঙ্গে দেয়। এতে কয়েকটি মুরগি মেরে ফেলে তারা। মেলায় মাংস বিক্রেতা সহ বেশ কয়েকজনকে আক্রমণের চেষ্টা করে। পরে ঘটনাস্থলে ছুটে যায় মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ। দুই পক্ষের বিবাদ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 কিন্তু ঘটনার সাথে যেসব ব্যবসায়ীরা জড়িত তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিদ্যুৎ রঞ্জন ভট্টাচার্যী। তিনি আরো জানেন দীর্ঘদিন ধরে বাজারে বয়লার মুরগির মাংস প্রতি কিলো, দেড় শতাধিক টাকার অধিক হয়ে আছে। ফার্মাররা ক্ষতির সম্মুখীন হলেও বাজারের ব্যবসায়ীরা নিজেদের অধিক মুনাফার জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অজুহাত দেখিয়ে মূল্য কমানোর কোন উদ্যোগ নিচ্ছে না। কিন্তু তিনি এই উদ্যোগ নেওয়ায় এভাবে মার মুখী হয়ে গেছে বাজারে অসাধু ব্যবসায়ীরা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেন তিনি। যদিও এই অসাধু ব্যবসায়ীদের জন্য বাজারে গত ছয় মাস ধরে বয়লার মুরগির মাংস দেড় শতাধিক টাকা থেকে প্রায় দুই শতাধিক টাকার অধিক হয়ে আছে। এবং নেট মাংস ২৫০ টাকা থেকে সাড়ে তিন শতাধিক টাকা পর্যন্ত হলেও মহকুমা প্রশাসনের কোন ভূমিকা নেই। মূল্য নিয়ন্ত্রণে আনতে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি তুললেও কুম্ভ নিদ্রা ভাঙছে না সদর মহকুমা প্রশাসনের। যার ফলে রাজ্যের প্রধান বাজারে এই ধরনের অসাধু ব্যবসায়ীদের কীর্তি কান্ড বেড়ে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য