স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : শুক্রবার রাত আড়াইটা নাগাদ কমলপুর থানাধীন শ্রীরামপুর এলাকায় নিজের স্ত্রীকে নৃশংস ভাবে হত্যা করল স্বামী। নিহত মহিলার নাম মনিকা দেব্বর্মা। বয়স ৩৫ বছর। স্বামীর নাম অনিল দেব্বর্মা।
জানা যায় অনিল দেব্বর্মা দিনমজুরের কাজ করে। শুক্রবার রাতে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তারপর রাতে প্রায় আড়াইটা নাগাদ তাদের ছেলে শব্দ পায়। সে তাদের ঘরে আসতেই দেখে তার বাবা খুন করে পালিয়ে যায়। তখন সে ঘরে গিয়ে দেখে তার মাকে নৃশংস ভাবে খুন হয়ে বিছানায় পড়ে আছে। তখন চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোক ছুটে আসে। মহিলাকে ভোর চারটার দিকে বি এস এম হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে খুনি স্বামী আজ সকাল নয়টার সময় থানায় আত্ম সমর্পন করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।