স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর : শুক্রবার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ অকৃত্রিমভাবে সহায়তাকারি ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে ৫১ তম মহান বিজয় দিবস পালন করা হয়। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের সহকারী হাই কমিশনার আরিফ মহম্মদ।
জাতীয় পতাকা উত্তোলন শেষে ৮ টা ১০ মিনিটে বানী পাঠ করা হয়। সকাল ৯ টায় জাতীর পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাংলাদেশের মিত্র বাহিনীর কাছে আত্ম সমর্পণ করে। এর ফলে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ৯ মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ গঠিত হয়। তারপর থেকে প্রতিবছর এই দিনটি বিজয় দিবস হিসাবে উদযাপন করছে বাংলাদেশ। বাংলাদেশের মুক্তি যুদ্ধে ত্রিপুরার মানুষের বিশেষ ভূমিকা ছিল। মহান বিজয় দিবসে রাজ্যবাসীর অবদানের কথা তুলে ধরে একথা জানান বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের সহকারী হাই কমিশনার আরিফ মহম্মদ।