স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর : ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে সামনে রেখে আগরতলা আগরতলা শহর স্বচ্ছ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বচ্ছ আগরতলায় স্বাগত জানানো হবে। তাই চলছে সাফাই অভিযান। শুক্রবার বিভিন্ন স্থানে সাফাই অভিযানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, পুর নিগমের মেয়র দিপক মজুমদার, সাংসদ মহেন্দ্র সিং, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। রাজধানীর বটতলা এলাকায় সাফাই অভিযান সংগঠিত করা হয়। একই সাথে এইদিন বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়।
এইদিনের সাফাই অভিযান ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুদার সহ অন্যান্যরা। এইদিন আগরতলা পুর নিগমের কর্মীদের সাথে ঝাড়ু হাতে সাফাই অভিযানে হাত লাগান মুখ্যমন্ত্রী। এইদিনের সাফাই অভিযান ও বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ১৮ ডিসেম্বর রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী। এইটা রাজ্যবাসীর জন্য আনন্দের দিন। প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল ভারতবর্ষকে স্বচ্ছ ভারতবর্ষে পরিণত করা। সেই দিশাতে ত্রিপুরা রাজ্যকে স্বচ্ছ ত্রিপুরা রাজ্যে পরিণত করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্বচ্ছ ভারত অভিযান শুরু করা হয়েছে। ১৭ ডিসেম্বর পর্যন্ত এই স্বচ্ছ ভারত অভিযান চলবে। শুধুমাত্র রাস্তাঘাট স্বচ্ছ করলে চলবে না। মনের মধ্যে যে আবর্জনা রয়েছে, সেই গুলিও পরিষ্কার করতে হবে। আগরতলা পুর নিগমের উদ্যোগে রাজধানীর ভোলাগিরি এলাকায়ও স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিধায়ক ডাক্তার দীলিপ দাস সহ অন্যান্যরা। স্থানীয় জনগণ ও আগরতলা পুর নিগমের কর্মীদের সাথে উপমুখ্যমন্ত্রীও এইদিন ঝাড়ু হাআতে সাফাই অভিযানে সামিল হন। এক সাক্ষাৎকারে উপমুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর অনুপ্রেরনায় স্বচ্ছ ভারত অভিযান একটা আন্দোলনের রূপ পেয়েছে। সমগ্র ভারতবর্ষের গ্রামীণ ও শহর এলাকা গুলি আগের তুলনায় অনেক পরিষ্কার হয়ে গেছে। স্বচ্ছ ভারত অভিযান প্রথম যখন শুরু করা হয়েছিল, তখন অনেকে অনেক কথা বলেছে। কিন্তু বর্তমানে স্বচ্ছ ভারত অভিযান আন্দোলনে পরিণত হয়েছে। স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে আগরতলা পুর নিগমের উদ্যোগে রাজধানীর রাম ঠাকুর সংঘ এলাকায় স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, দিপক কর সহ অন্যান্যরা। সেখানে উপস্থিত সকলের সাথে সাফাই অভিযানে অংশগ্রহণ করেন রাজীব ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে রাজীব ভট্টাচার্য জানান প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হচ্ছে। সমগ্র রাজ্যে এই স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হচ্ছে বলে জানান তিনি।
অপরদিকে আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডে সাফাই অভিযান সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী ফনিন্দ্রনাথ শর্মা সহ অন্যান্যরা। সকলে মিলে এইদিন ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। পুর নিগমের মেয়র দিপক মজুমদার জানান এলাকার সকল অংশের মানুষকে সাথে নিয়ে এইদিন সাফাই অভিযান সংগঠিত করা হয়েছে। তিনি আরও জানান দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করে ছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে সামনে রেখে এই সাফাই অভিযান সংগঠিত করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে এদিন সকালে আগরতলা ইন্দ্রনগর এলাকায় স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার মহেন্দ্র সিং, বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের কাউন্সিলার সুখময় সাহা সহ অন্যান্যরা। সাংসদ ডাক্তার মহেন্দ্র সিং জানান প্রধানমন্ত্রী ২০১৪ সালে স্বচ্ছ ভারত অভিযান শুরু করার পর অনেকে ভেবে ছিল এইটা কি ভাবে সম্ভব হবে। কিন্তু প্রধানমন্ত্রীর আহবানে সকলে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়েছে বলে জানান তিনি।