স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন কর্তৃক অনুমোদিত ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতি দ্বিতীয় ত্রি-বার্ষিকী রাজ্য সম্মেলন আগামী ১৮ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এই দিন প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসবেন তাই আপাতত যেদিন সম্মেলন স্থগিত রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংগঠনের নেতৃত্ব সমর রায়। তিনি আরো জানান, সংগঠন নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানো চেষ্টা করছে। আগামী দিনে যদি এ ধরনের বিভ্রান্তি ছড়ানো হয় তাহলে আইনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুশিয়ার দেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।