স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : উদয়পুরের জেলা আদালত সংলগ্ন জেল রোড এলাকা থেকে উদ্ধার হলো একটি গ্রেনেড। জানা যায় এইদিন বিকালে স্থানীয়রা প্রথমে গ্রেনেডটি দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে।
এক এক করে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও জেলা পুলিশ সুপার। পরে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। জেলা পুলিশ সুপার জানান এইদিন একটি নিষ্ক্রিয় গ্রেনেড উদ্ধার হয়েছে। গ্রেনেডটি বহু দিনের পুরানো। তবে ঠিক কত দিনের পুরানো তা তিনি বলতে পারেন নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তবে ধারনা করা হচ্ছে উদ্ধার হওয়া গ্রেনেডটি বহু পুরানো হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বোম স্কোয়াড। তবে উদয়পুরের জেলা আদালত সংলগ্ন জেল রোড এলাকায় কি করে এই গ্রেনেড এসেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।