Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যপুরনো ব্রিজ রং করে শহিদের নামে উৎসর্গ করার চেষ্টা, বয়কট করবে শহিদের...

পুরনো ব্রিজ রং করে শহিদের নামে উৎসর্গ করার চেষ্টা, বয়কট করবে শহিদের পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর :  পুরনো ব্রিজ রং করে ১৬ ডিসেম্বর শহিদের নামে উৎসর্গ করার কেরামতিতে জল ঢেলে দিল শহিদের পরিবারের লোকজনেরা। কুড়ি বছর পূর্বে উদ্ধোধন হওয়া পুরনো লোহার ব্রীজ নতুন করে ফের রঙ করে মৃত জওয়ানের নামে ব্রিজটি নামাকরন করার সিদ্ধান্ত নেওয়ায় শহিদ জওয়ানকে অপমান করা হয়েছে বলে দাবি করেন মৃত জওয়ানের পরিবার।

উল্লেখ্য, কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন বিষ্ণু প্রসাদ গোয়ালা। বিষ্ণু প্রসাদ গোয়ালা সি আর পি এফ -এ কর্মরত ছিলেন। পাঞ্জাব রাজ্যের তড়ন তড়ন জেলায় উগ্রবাদীদের সাথে মোকাবিলা করার সময় বিষ্ণু প্রসাদ গোয়ালা ১৯৯০ সালের ১২ মার্চ শহিদ হয়েছিলেন। বিষ্ণু প্রসাদ গোয়ালা শহিদ হবার এক বছরের মধ্যেই নিজ বাড়িতেই পরিবারের পক্ষ থেকে একটি পাকার স্থায়ী সমাধি স্থল নির্মান করা হয়েছিলো। আজও সেই সমাধি স্থলটি রয়েছে। শহিদ বিষ্ণু প্রসাদ গোয়ালার ছোট ভাই হরিশংকর গোয়ালা বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতেই সাংবাদিকদের ডেকে জানান যে, বড় ভাই বিষ্ণু প্রসাদ গোয়ালা শহিদ হবার পর প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ভদ্রপল্লী হাইস্কুলের সম্মুখে ত্রিমুখীতে শহিদ বিষ্ণু প্রসাদ গোয়ালার একটি শহিদ বেদী করে আবক্ষ মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। সেই মোতাবেক বিগত প্রায় ছয় সাত বছর পূর্বে ভদ্রপল্লী হাইস্কুলের পক্ষ থেকে এবং স্থানীয় সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেটও দেওয়া হয়েছিলো।

পরবর্তী সময়ে প্রক্রিয়া আচমকায় স্থগিত হয়ে যায়। হরিশংকর গোয়ালা জানান যে, তার ভাই দেশের জন্য শহিদ হয়েছেন। তার ভাই এত নোংরা ছিলেন না যে, পুরনো ব্রীজ রঙ করে শহিদ ভাইয়ের নামে উৎসর্গ করা হবে। শহিদের ছোট ভাই হরিশংকর গোয়ালা প্রকাশ্যেই বলেন যে, এই কাজ করে শহিদ বিষ্ণু প্রসাদ গোয়ালাকে অপমান করা হচ্ছে। এবং পরিবারের পক্ষ থেকে এই কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অতি দুঃখের সহিত জানান যে, ভাই শহিদ হবার পর আজ অব্দি কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার কোন খোজ খবর নেয় নি। এমনকি পরিবারের হাতে আজ অব্দি কেউ শহিদ সার্টিফিকেটও তোলে দেন নি। এ ব্যাপারে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের সচিব আব্দুল সাত্তারকে জিজ্ঞেস করলে সচিব আব্দুল সাত্তারও এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে, গত কিছু দিন পূর্বে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে পঞ্চায়েতের সদস্য সদস্যারা লিখিত ভাবে সিদ্ধান্ত নেয় ভটের বাজারের লোহার ব্রীজটি রঙ করে শহিদ বিষ্ণু প্রসাদ গোয়ালার নামে করা হবে। তবে, ভোটের প্রাক্কালে দুর্বল ব্রিজটিকে নতুন করে রঙ করে শহিদ বিষ্ণু প্রসাদ গোয়ালার নামে উৎসর্গ করার পেছনে সর্ষের মধ্যে ভূত দেখছে অনেকে। তাছাড়া, উদ্ধোধনী অনুস্টানটি শহিদ পরিবারের সদস্য সদস্যারা বয়কট করবে বলে জানতে পেরে গোটা কৈলাসহর মহকুমায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য