স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : রানীবাজার নলগড়িয়া এলাকায় মেয়ের জামাইর হাতে আক্রান্ত শাশুড়ি। ঘটনার বিবরণে জানা যায় চার বছর পূর্বে তেলিয়ামুড়ার মোহরছড়া এলাকার বাসিন্দা অখিল দেবনাথের সাথে বিয়ে হয় রানীবাজার নলগড়িয়া এলাকার বাসিন্দা রেখা দেবনাথের মেয়ের। বিয়ের এক বছর পর থেকে অখিল দেবনাথ তার স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। এক প্রকার বাধ্য হয়ে অখিল দেবনাথের স্ত্রী বাপের বাড়িতে চলে আসে।
তারপর থেকে অখিল দেবনাথ বহুবার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অখিল দেবনাথের স্ত্রী স্বামীর বাড়িতে যেতে অস্বীকার করে। এরই মধ্যে বৃহস্পতিবার অখিল দেবনাথ শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি রেখা দেবনাথের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে গুরুতর ভাবে আহত হন রেখা দেবনাথ। পাশের বাড়ির লোকজন চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রেখা দেবনাথকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রেখা দেবনাথ। রেখা দেবনাথের মেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে জানান। তিনি আরও জানান অভিযুক্ত স্বামী অখিল দেবনাথের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।