স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : প্রধানমন্ত্রীর রাজ্য সফরের আগে চাকুরিচ্যুত ১০,৩২৩ -এর শিক্ষক শিক্ষিকারা রাজ্য সরকারের কাছে জবাব চাইলো। আগামী দু-তিন দিনের মধ্যে তাদের সমস্যার সমাধান করার জন্য এক প্রকার ভাবে অনশন মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে দেন চাকরিচ্যুত শিক্ষক অরবিন্দ শর্মা। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন অনশন মঞ্চ থেকে ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের সদস্য অরবিন্দ শর্মা আরো জানান, ৫৬ দিন ধরে রাস্তায় বসে আছেন ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা।
আর এই বিষয়ে রাজ্য গোয়েন্দা শাখা থেকে জেনে আগামী ১৮ ডিসেম্বর রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই প্রধানমন্ত্রীর সফরের আগে আগামী ১৬ ডিসেম্বর রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছেও যাবে ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এই দিন যদি সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা জবাব না দেয় তাহলে অনশন মঞ্চ থেকে প্রশ্ন ছোড়া হবে। কারণ ২০১৮ সাল সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ১০,৩২৩ এর সমস্যার সমাধান করা হবে। নির্বাচন ঘনিয়ে এসেছে এখন বলছে ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে তারা নির্বাচনে প্রচারে নামবেন। কিন্তু তারা ১০,৩২৩ -এর প্রতিশ্রুতি ভুলে গেছেন। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী রাজ্য সফরের আগে সেই প্রতিশ্রুতি মনে করে দেওয়ার। পাশাপাশি এই দিন তারা সুশাসন এবং সাবকা সাথ, সবকা বিকাশের সুফলের প্রভাব ১০,৩২৩ -এর উপর পড়েনি। তাই বিষয়টি সরকারকে পুনরায় মনে করে দেওয়ার প্রয়োজন মনে করলো বলে জানান তিনি। তবে এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী সফরের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। অনশন মঞ্চে থেকে তারা এদিনও সরকারের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেছেন তারা তন্ময় নাথে মামলার পক্ষভুক্ত নয়। সুতরাং প্রধানমন্ত্রী সফরের আগে তারা জবাব চাইলো এদিন।