স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : একদিকে নেশায় ভরপুর গোটা স্মার্ট সিটি। আবার অপর দিকে বাইক বাহিনীর জন্য নেশার ঠেক বসাতে রাজ্য সরকার লাইসেন্স বিলি করছে। সুতরাং একদিকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান, অপরদিকে সরকার তার আয় বৃদ্ধি করতে মোটা অংকের বিনিময়ে দলের নেতৃত্বদের মারফত বিলি করে চলেছেন মদের কাউন্টার খোলার জন্য লাইসেন্স। বিষয়টি নিয়ে শাসক দলের মধ্যে কিছু মন্ডল স্তরের নেতারা ঘোলা জলে মাছ ধরতে কোমড় কেচে নেমেছেন। গত ১০ ডিসেম্বর এলাকায় মদের কাউন্টার খোলা নিয়ে সামিল হয়েছিল স্থানীয়রা।
এর মধ্যে সিংহভাগই ছিল শাসক দলের কর্মী সমর্থক। তারা দাবি তুলেছিলেন এলাকায় রঞ্জিত ঋষি দাসের নামে প্রদান করা লাইসেন্স দিয়ে বাতিল করতে হবে, আর আড়ালিয়া এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে কাউন্টার খুলতে হবে। কারণ এলাকায় ডঃ বি আর আম্বেদকর স্কুল, নবোদয় স্কুল, ঋষিপাড়া স্কুল এবং একটি নার্সারি স্কুল রয়েছে। যদি এলাকায় মদের কাউন্টারটি খোলা হয় তাহলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। যদিও এদিন এলাকাবাসীর চাপে পড়ে কাউন্টারটি খুলতে পারেনি রঞ্জিত ঋষি দাস। তারপর পুলিশ গিয়েও পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারেনি। কিন্তু স্থানীয় বিজেপি নেতাদের মধ্যেও চলছে গোপন বোঝাপড়া। শেষ পর্যন্ত তারা বিষয়টি জনগণের সামনে আনতে এবার সদর মহকুমা পুলিশ আধিকারিকের দারস্ত হয় বুধবার। অধিকাংশই ছিল মহিলা মোর্চার কর্মী। এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাসের কক্ষ ঘেরাও করে ক্ষোভ উগড়ে দেন মন্ডল নেতা ও এলাকাবাসী। এদিন বিক্ষোভকারীদের মধ্যে এক মহিলা মোর্চার নেত্রী জানান, তের প্রতাপগড় বিধানসভার অন্তর্গত ২৬ নং ওয়ার্ডের আড়ালিয়া পঞ্চবটি বাজারে একটি মদের কাউন্টার খোলার চেষ্টা চলছে। কিন্তু এলাকায় নেশার সাম্রাজ্য আগে থেকেই চলছে। নেশার বিরুদ্ধে পুলিশ সহযোগিতা করলেও এলাকাবাসীকে নেশার বিরুদ্ধে অভিযান চালাতে হয়। এক উদ্বেগ জনক পরিস্থিতির মধ্যে আবার মদের কাউন্টার খোলা অনুমতি দিয়েছে সরকার। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে যাতে মদের কাউন্টারটি অবিলম্বে বন্ধ করা হয় তার জন্য সদর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। এদিকে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, বিষয়টি তিনি জেলা শাসককে চিঠি দিয়ে নজরে আনবেন। পাশাপাশি এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক স্বীকার করেছেন এলাকাবাসীর অভিযোগ সঠিক। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন ডেপুটেশনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় মন্ডল নেতা সঞ্জু দে, ওয়ার্ড সভাপতি সহ তাবর তাবর বিজেপি নেতা।