স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : নায্য পাওনা মিটিয়ে দেওয়া এবং মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি আন্দোলনে সামিল হলো শান্তিরবাজার স্থিত দক্ষিন জেলা হাসপাতালে কর্মরত সাফাই কর্মীরা। শান্তিরবাজার স্থিত দক্ষিন জেলা হাসপাতালে এন.এ.বি.এস কোম্পানির অধীন মোট ১৩ জন সাফাই কর্মী কর্মরত রয়েছে। ১৩ জনের মধ্যে দুইজন পুরুষ এবং বাকি ১১ জন মহিলা সাফাই কর্মী।
তাদের অভিযোগ কাজে যোগদান করার সময় তাদেরকে বলা হয়েছে প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু দীর্ঘ চার বছর কাজ করার পর গত বছর তাদের ১ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তারা মাসে ৫ হাজার টাকা করে পেয়ে থাকে। কিন্তু এই টাকা সময় মতো দেওয়া হয় না। তারা আরও জানায় বর্তমান সময়ে ৫ হাজার টাকা দিয়ে সংসার চালানো সম্ভব নয়।
তাই তাদের দাবি তাদের বেতন বৃদ্ধি করা হোক। এবং প্রতি মাসের ১০ তারিখের মধ্যে তাদের বেতন মিটিয়ে দেওয়া হোক। তারা আরও জানায় ১৩ জন কর্মী দিয়ে গোটা জেলা হাসপাতাল সাফাই করা অসম্ভব। তাই সাফাই কর্মীর সংখ্যা বৃদ্ধি করা হোক। এই দাবি গুলিকে সামনে রেখে মঙ্গলবার থেকে তারা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি আন্দোলন শুরু করেছে। তারা আরও জানায় তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এখন দেখার বিষয় কত দ্রুত তাদের সমস্যা সমাধান করা হয়।