স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : ৬ ডিসেম্বর ডঃ বি আর আম্বেদকরের ৬৬ তম প্রয়াণ দিবস উপলক্ষে আম্বেদকর ভবনের ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সংবিধান বাঁচাও দিবস উদযাপন করা হয়। ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সভাপতি রতন ভৌমিক, সাধারণ সম্পাদক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ব।
উপস্থিত সাধারণ সম্পাদক সুধন দাস বক্তব্য রেখে বলেন, ডঃ বি আর আম্বেদকর শোষিত এবং নিপীড়িত মানুষের জন্য লড়াই করেছিলেন। তিনি নিজেও নির্যাতিত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। দেশে স্বাধীনতা সংগ্রামের সময় থেকে নানা ইস্যু নিয়ে লড়াই আন্দোলনে সামিল হয়েছিলেন ডঃ বি আর আম্বেদকর। পরবর্তী সময়ে দেশের যখন সংবিধান রচনায় প্রয়োজন হয় তখন উনার নেতৃত্বে সংবিধান রচিত হয়। ১৯৫০ সালে ২৬ জানুয়ারি উনার রচিত সংবিধান গৃহীত হয়। দেশের অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক, সামাজিক অবস্থার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে সংবিধান রচিত হয়েছিল। যাতে দেশের মধ্যে মানুষের সাম্যের অধিকার, ধর্মনিরপেক্ষতার অধিকার, মত প্রকাশের অধিকার, আন্দোলনের অধিকার থাকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সংবিধান পদদলিত।
গণতন্ত্রের উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে বর্তমান সরকার। দেশের মানুষ যখন খাদ্য এবং কাজের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাড়িয়েছে, মানুষ আন্দোলনে শামিল হচ্ছে। এখন আরএসএস পরিচালিত বিজেপি গণতন্ত্রকে গলা টিপে ধরেছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তৎকালীন সময়েও আরএসএস সংবিধানের বিরোধিতা করেছিল। এখন তারা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করেছে। মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে। গণতন্ত্রকে জবাই করে সংবিধান ধ্বংস করা হচ্ছে। রাজ্য প্রতিষ্ঠিত বিজিপি ও আইপিএফটি সরকার মানুষের সাথে প্রতারণা করে প্রতিষ্ঠিত হয়ে কোন প্রতিশ্রুতি পালন করছে না। তাই তারা মানুষের সামনে এসে দাঁড়াতে পারছে না। আর নির্বাচনে মানুষের উপর আক্রমন নামিয়ে আনছে বলে জানান তিনি।