Friday, January 17, 2025
বাড়িরাজ্যকালো দিবস পালন করলো টিএসএফ

কালো দিবস পালন করলো টিএসএফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : ২০১৯ সালে নাগরিকত্ব বিল এবং পরবর্তী সময়ে আইন পাস হওয়ার পর গোটা দেশে এক উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ২০১৯ সালে ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব আইন। ২০১৬ সাল থেকে গোটা দেশের বিভিন্ন সংগঠনের মতো রাজ্যে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধ জানায়।

কিন্তু ২০১৯ সালে ৮ জানুয়ারি রাজ্যে এই আইন নিয়ে বিক্ষোভ চলার সময় গুলিতে আহত হয়েছিল বিক্ষোভকারী। তারপর থেকে ১১ ডিসেম্বর কালো দিবস হিসেবে পালন করা উদ্যোগ নিয়েছে টিএসএফ। রবিবার পর্যন্ত প্রাসাদের সামনে টিএসএফের কর্মীরা এ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে। উল্লেখ্য, নাগরিকত্ব আইন সংশোধনের ফলে এক পক্ষ দাবি করে লাখ-লাখ মানুষ উপকৃত হবেন। অন্যপক্ষের মতে, নাগরিকত্ব আইনে ভিটেহারা হবেন কোটি-কোটি মানুষ। কিন্তু, নাগরকিত্ব সংশোধনী আইন নিয়ে হইচইয়ের মধ্যে এখনো সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তির ছড়াছড়ি। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের জন্য এ আইন। তিন দেশ বা অন্য কোনও দেশ থেকে আসা কোনও বিদেশি শরণার্থীদের জন্য এ আইন লাগু হবে না এমনটাই জানা গিয়েছিল তৎকালীন সময়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য