Sunday, January 26, 2025
বাড়িরাজ্যবেআইনি মদ সহ আটক ৭

বেআইনি মদ সহ আটক ৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : সরকার থেকে প্রদান করা হচ্ছে মদের দোকানের লাইসেন্স। আর পুলিশ ধরছে মদ সহ বেআইনি মদ বিক্রেতা। আর এটাই হলো নেশা মুক্ত ত্রিপুরা গড়ার নমুনা। নেশা মুক্ত ত্রিপুরা নাকি নেশা যুক্ত ত্রিপুরা, স্লোগান কোনটা যুক্ত হবে সেটা জানা নেই আপামোর জনগণের। কারণ ২৪ ঘন্টার ব্যবধানে দেখা গেল আগরতলা শহরে দুই রকম চিত্র। শনিবার দুপুরে রাজধানীর আড়ালিয়া পঞ্চবটি বাজারে মদের কাউন্টার বন্ধ করা নিয়ে বিক্ষোভ সামিল হয়েছিল এলাকাবাসী।

এদিকে ২৪ ঘন্টা পর রবিবার দুপুরে পশ্চিম থানার পুলিশের একটি বিশেষ দল নতুন নগর বাজারে অভিযান চালায়। বাজারের ব্যবসায়ী হিমাংশু ভৌমিকের দোকানে অভিযান চালিয়ে পুলিশ ১১০ বোতল বিলেতী মদ এবং ৬০ লিটার দেশি মদ উদ্ধার করে। আটক করা হয় দোকানে বসে অবৈধ ভাবে মদ্যপান করা সাত জনকে। সদর মহকুমার সমস্ত থানা গুলিতে নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই অঙ্গ হিসাবে এই অভিযান সংগঠিত করা হয় বলে জানান সদর এস ডি পি ও- অজয় কুমার দাস।  ধারাবাহিক ভাবে এই অভিযান চলবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া বার্তা দেন এই সমস্ত কার্যকলাপ ছেড়ে দেওয়ার জন্য। অন্যথায় পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। কোন ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় পুলিশ। কিন্তু তাহলে প্রশ্ন হল পুলিশ কোন দিকে ছুটছে এবং সরকার কোন দিকে ছুটছে। তবে নেশার কড়াল গ্রাস থেকে জনগণ মুক্তি পেতে চাইছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য